বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামীকাল (মঙ্গলবার) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ধারাবাহিকতা থাকবে। বুধবার ও বৃহস্পতিবার সারাদেশের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হবে, এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শুক্রবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অঞ্চলেও অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য সতর্কতা জারি করেছে।
আবহাওয়াবিদরা নদী-পথে চলাচলকারী জাহাজ এবং নদী সংলগ্ন এলাকায় থাকা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া চলাচল ও কৃষি কার্যক্রমে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমানোর জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।