
পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান।
শুক্রবার (২২ আগস্ট) পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, দুই সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তারা প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হন।
বৈঠকে জেনারেল সাহির শামশাদ মির্জা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। তিনি শিল্পখাতে সহযোগিতা ছাড়াও নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের ওপর জোর দেন।
অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সেনাদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন।