কয়েক মাস আগেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বর্ষা ঘোষণা দেন সিনেমা থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে তিনি জানান, সন্তানরা বড় হচ্ছে; তারা মাকে পর্দায় দেখলে কীভাবে নেবে, সেই বিষয় ভেবেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে তখন ঢালিউড অঙ্গনে বেশ বিতর্কও তৈরি হয়।
এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তার স্বামী, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন।
অনন্ত বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।” তিনি আরও জানান, বড় ছেলে ইতোমধ্যেই কোরআনের ৮ পারা হিফজ করেছে, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো পুরো কোরআন খতম দিয়েছে।
স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্ত বলেন, “যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল— দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি।”
অনন্ত জানান, যখন বর্ষা প্রথমবার গর্ভবতী হন, তখনই দম্পতি নিয়ত করেছিলেন ছেলেদের ইসলামিক শিক্ষায় বড় করবেন। তাদের লক্ষ্য একসময় সন্তানদের মদিনায় উচ্চতর ইসলামি শিক্ষার জন্য পাঠানো।
অন্যদিকে, বর্তমানে অনন্ত-বর্ষা জুটির নতুন ছবি ‘নেত্রী দ্য লিডার’-এর কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।