১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নায়ক থেকে রাজনীতির ময়দানে সেনাপতি বিজয়

গত বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত মহাসমাবেশে উপচে পড়ে মানুষের ঢল। লাখো ভক্ত-সমর্থকের উচ্ছ্বাসের মধ্যে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয় মঞ্চে ওঠেন। এদিনই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সরাসরি হুংকার ছুড়ে দেন।

তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর নেতা বিজয় সমাবেশে বলেন—
“আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”
তার এই বক্তব্যে মুহূর্তেই গর্জে ওঠে সমাবেশস্থল। যদিও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বিষয়টি উপেক্ষা করেছে, কিন্তু দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

সমাবেশে দেখা যায়, কপাল ও হাতে কমলা-হলুদের ওড়না বেঁধে সাহসী নেতার বেশে মানুষের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন বিজয়। তার উপস্থিতিতে লাখো জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। শুধু ভারতের মানুষ নয়, বাংলাদেশের ভক্তরাও সামাজিক মাধ্যমে বিজয়ের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকের মন্তব্য—
“সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক।”

চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি (সেনাপতি)। একের পর এক হিট ছবির মাধ্যমে কোটি দর্শকের হৃদয় জয় করলেও তিনি রাজনীতির ময়দানে নাম লেখান ২০২৪ সালে। প্রতিষ্ঠা করেন নিজস্ব দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। মাত্র নয় মাসের মধ্যেই এই দল তামিলনাড়ুর রাজনীতিতে আলোড়ন তোলে।

বিজয় ঘোষণা দিয়েছেন, তিনি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই আসন থেকে প্রার্থী হবেন। তার লক্ষ্য স্পষ্ট—ঝলমলে ক্যারিয়ার ও মোটা অঙ্কের পারিশ্রমিককে পাশে রেখে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করা। তার ভাষায়,
“রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি হলো জনসেবা।”

ট্যাগ

নায়ক থেকে রাজনীতির ময়দানে সেনাপতি বিজয়

প্রকাশিত হয়েছে: ০১:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

গত বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত মহাসমাবেশে উপচে পড়ে মানুষের ঢল। লাখো ভক্ত-সমর্থকের উচ্ছ্বাসের মধ্যে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয় মঞ্চে ওঠেন। এদিনই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সরাসরি হুংকার ছুড়ে দেন।

তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর নেতা বিজয় সমাবেশে বলেন—
“আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”
তার এই বক্তব্যে মুহূর্তেই গর্জে ওঠে সমাবেশস্থল। যদিও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বিষয়টি উপেক্ষা করেছে, কিন্তু দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

সমাবেশে দেখা যায়, কপাল ও হাতে কমলা-হলুদের ওড়না বেঁধে সাহসী নেতার বেশে মানুষের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন বিজয়। তার উপস্থিতিতে লাখো জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। শুধু ভারতের মানুষ নয়, বাংলাদেশের ভক্তরাও সামাজিক মাধ্যমে বিজয়ের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকের মন্তব্য—
“সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক।”

চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি (সেনাপতি)। একের পর এক হিট ছবির মাধ্যমে কোটি দর্শকের হৃদয় জয় করলেও তিনি রাজনীতির ময়দানে নাম লেখান ২০২৪ সালে। প্রতিষ্ঠা করেন নিজস্ব দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। মাত্র নয় মাসের মধ্যেই এই দল তামিলনাড়ুর রাজনীতিতে আলোড়ন তোলে।

বিজয় ঘোষণা দিয়েছেন, তিনি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই আসন থেকে প্রার্থী হবেন। তার লক্ষ্য স্পষ্ট—ঝলমলে ক্যারিয়ার ও মোটা অঙ্কের পারিশ্রমিককে পাশে রেখে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করা। তার ভাষায়,
“রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি হলো জনসেবা।”