
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেন, গাজা নগরী দখলের পরিকল্পনা জিম্মিদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩–কে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জামির বলেন, “একটি প্রস্তাব টেবিলে রয়েছে, এখনই তা গ্রহণ করা উচিত। সেনাবাহিনী এর বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে, এখন সিদ্ধান্ত নেতানিয়াহুর হাতে।” তিনি আরও বলেন, সেনাবাহিনী গাজা দখলে সক্ষম হলেও এতে জিম্মিদের জীবনের ওপর মারাত্মক হুমকি তৈরি হবে।
মিসর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া সাম্প্রতিক প্রস্তাব ইতোমধ্যেই গ্রহণ করেছে হামাস। এ প্রস্তাব মূলত আগের ইসরায়েলি সমঝোতার সঙ্গেই সাদৃশ্যপূর্ণ। এখন মধ্যস্থতাকারীরা নেতানিয়াহুর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছেন।
চ্যানেল ১২–এর তথ্য অনুযায়ী, বর্তমান প্রস্তাবে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি, সীমান্তের কাছে সেনা পুনর্বিন্যাস, মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা এবং দুই ধাপে বন্দিবিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
-
প্রথম ধাপ: ১০ জন জীবিত জিম্মি ও ১৮টি মরদেহ মুক্তি পাবে, বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ছাড়া হবে।
-
পরবর্তী ধাপ: স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে।
ইসরায়েলের হিসাব অনুযায়ী, বর্তমানে হামাসের কাছে প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যার মধ্যে মাত্র ২০ জন জীবিত। অপরদিকে ইসরায়েলি কারাগারে ১০ হাজার ৮০০–এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। অধিকারকর্মীদের অভিযোগ, এসব বন্দি নির্যাতন ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৬২ হাজার ৭০০–তে। ধ্বংসস্তূপে পরিণত এই উপত্যকা এখন ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি।