ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে কার্যকর এবং বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি অটল সমর্থন অব্যাহত থাকবে। আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা অর্জনের জন্য ফিলিস্তিনের ন্যায্য সংগ্রাম আন্তর্জাতিকভাবে বৈধ এবং বাংলাদেশ এ সংগ্রামের পাশে আছে।
তিনি আরও বলেন, অবিলম্বে গাজায় তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবাধ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ১৯৬৭ সালের সীমান্ত অনুসরণ করেই ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে বাংলাদেশ বিশ্বাস করে।
ওআইসি বা মুসলিম উম্মাহ কর্তৃক ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে উত্থাপিত যেকোনো প্রস্তাবের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিঃশর্ত সমর্থন থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ফিলিস্তিন ইস্যুতে ওআইসি বৈঠকে যোগ দিতে রোববার (২৪ আগস্ট) সৌদি আরব সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার তিনি সভায় যোগ দেন এবং মঙ্গলবার (২৬ আগস্ট) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।