কক্সবাজারে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া ৪০টি দেশের প্রতিনিধি ও কূটনীতিকসহ শতাধিক অংশীজন উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে অংশগ্রহণকারীদের গাড়িবহর ক্যাম্পে পৌঁছে বিভিন্ন প্রকল্প ও রোহিঙ্গাদের বাস্তব জীবন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল দুটি ভাগে বিভক্ত হয়ে দুপুর পর্যন্ত খাদ্য সহায়তা, জীবিকা ও অন্যান্য মানবিক কার্যক্রম সরেজমিনে দেখেন। এ সময় তারা ক্যাম্পবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের আশ্রয় জীবনের দুর্ভোগ, প্রত্যাশা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন।
আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের (এআরএনসি) সভাপতি এবং জার্মান নাগরিক নেই সান লুইন বলেন,
“এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক উদ্যোগ। রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই পরিদর্শন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরার সুযোগ তৈরি করেছে।”
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এই ক্যাম্প পরিদর্শনে অংশ নেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,
“গত ৮ বছরে এটিই প্রথম এত বড় একটি ইনক্লুসিভ আয়োজন। এখানে রোহিঙ্গারা নিজেরাই তাদের দুঃখ ও আশা প্রকাশের সুযোগ পেয়েছে। সরকারকে এজন্য ধন্যবাদ জানাই। আশা করছি এই পদক্ষেপ সংকট সমাধানের পথে সহায়ক হবে।”
২৪ আগস্ট ইনানীর বে-ওয়াচ হোটেলে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন ২৫ আগস্ট ‘রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং অংশীজনদের উদ্দেশে ৭ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেন।
আয়োজকরা জানিয়েছেন, এই সম্মেলনের আলোচ্য বিষয়, সুপারিশ ও পর্যবেক্ষণ আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা জোরদার করার প্রচেষ্টা চালানো হবে।
পরিদর্শন শেষে বিকেলে অধিকাংশ বিদেশি প্রতিনিধি ও কূটনৈতিক অতিথি কক্সবাজার ত্যাগ করেন। আয়োজকরা আশা করছেন, এই সফর রোহিঙ্গা সংকট মোকাবেলায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনাকে আরও গতিশীল করবে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।