০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে বিদেশি নারীর লাগেজে ২২ কেজি কোকেন জব্দ

ঢাকা : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে আসা এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ২২ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (২৩ আগস্ট) রাত সোয়া ২টার দিকে এই অভিযান চালানো হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, কাতার এয়ারওয়েজের QR638 ফ্লাইটের 30A সিটের যাত্রী Ms. Karen Petula Stuffle ভিসা অন অ্যারাইভালে বাংলাদেশে প্রবেশ করতে চাইছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি চালানো হলে বিশেষভাবে লুকানো ২২ কেজি কোকেন উদ্ধার করা হয়।

অধিদপ্তর জানায়, উদ্ধার করা কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য শত কোটি টাকা ছাড়াবে। প্রাথমিক পরীক্ষায় এগুলো বিশুদ্ধ কোকেন হিসেবে নিশ্চিত হওয়া গেছে। আটক যাত্রীর পাসপোর্ট, বোর্ডিং পাস এবং অন্যান্য নথিও জব্দ করা হয়েছে।

অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাশাপাশি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নও অংশ নেয়। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আন্তর্জাতিক মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যাত্রীকে জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ট্যাগ

শাহজালালে বিদেশি নারীর লাগেজে ২২ কেজি কোকেন জব্দ

প্রকাশিত হয়েছে: ১২:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ঢাকা : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে আসা এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ২২ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (২৩ আগস্ট) রাত সোয়া ২টার দিকে এই অভিযান চালানো হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, কাতার এয়ারওয়েজের QR638 ফ্লাইটের 30A সিটের যাত্রী Ms. Karen Petula Stuffle ভিসা অন অ্যারাইভালে বাংলাদেশে প্রবেশ করতে চাইছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি চালানো হলে বিশেষভাবে লুকানো ২২ কেজি কোকেন উদ্ধার করা হয়।

অধিদপ্তর জানায়, উদ্ধার করা কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য শত কোটি টাকা ছাড়াবে। প্রাথমিক পরীক্ষায় এগুলো বিশুদ্ধ কোকেন হিসেবে নিশ্চিত হওয়া গেছে। আটক যাত্রীর পাসপোর্ট, বোর্ডিং পাস এবং অন্যান্য নথিও জব্দ করা হয়েছে।

অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাশাপাশি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নও অংশ নেয়। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আন্তর্জাতিক মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যাত্রীকে জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।