০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজা সংকট নিয়ে হোয়াইট হাউজে বৈঠকে ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা বৃদ্ধি ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) হোয়াইট হাউজে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ জানান, এ বৈঠক গাজার বর্তমান সংকট নিরসনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে। সোমবার দখলদার ইসরায়েল গাজার নাসের হাসপাতালে হামলা চালায়, এতে ২০ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। ভয়াবহ এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

স্টিভ উইটকোফ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে তারা। তাঁর দাবি, যুদ্ধ থামলে ইসরায়েলের হাতে থাকা জিম্মিদেরও ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছরের শেষ হওয়ার আগেই যুদ্ধের মীমাংসা সম্ভব হবে।

গত সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এখনো ইসরায়েল এ বিষয়ে কোনো অবস্থান জানায়নি। যে কাঠামোতে হামাস সম্মতি দিয়েছে সেটি প্রণয়ন করেছিলেন স্টিভ উইটকোফ নিজেই। তবুও হামাসের ওপর দোষ চাপিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতির প্রক্রিয়াকে ধীর করেছে হামাস এবং ইসরায়েলের সামরিক চাপের কারণেই তারা এতে রাজি হয়েছে।

নাসের হাসপাতালে হামলায় নিহতদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে উইটকোফ সরাসরি জবাব এড়িয়ে যান। তিনি শুধু মন্তব্য করেন, সব বেসামরিক মৃত্যুই দুঃখজনক।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজা সংকট নিয়ে হোয়াইট হাউজে বৈঠকে ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ১০:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা বৃদ্ধি ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) হোয়াইট হাউজে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ জানান, এ বৈঠক গাজার বর্তমান সংকট নিরসনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে। সোমবার দখলদার ইসরায়েল গাজার নাসের হাসপাতালে হামলা চালায়, এতে ২০ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। ভয়াবহ এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

স্টিভ উইটকোফ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে তারা। তাঁর দাবি, যুদ্ধ থামলে ইসরায়েলের হাতে থাকা জিম্মিদেরও ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছরের শেষ হওয়ার আগেই যুদ্ধের মীমাংসা সম্ভব হবে।

গত সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এখনো ইসরায়েল এ বিষয়ে কোনো অবস্থান জানায়নি। যে কাঠামোতে হামাস সম্মতি দিয়েছে সেটি প্রণয়ন করেছিলেন স্টিভ উইটকোফ নিজেই। তবুও হামাসের ওপর দোষ চাপিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতির প্রক্রিয়াকে ধীর করেছে হামাস এবং ইসরায়েলের সামরিক চাপের কারণেই তারা এতে রাজি হয়েছে।

নাসের হাসপাতালে হামলায় নিহতদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে উইটকোফ সরাসরি জবাব এড়িয়ে যান। তিনি শুধু মন্তব্য করেন, সব বেসামরিক মৃত্যুই দুঃখজনক।