০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমারের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর। বুধবার (২৭ আগস্ট) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আন্ডার সেক্রেটারি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ, আইআইএসএস মানামা সংলাপ ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ফরেন অফিস কনসালটেশন ২০২৫-এ বাংলাদেশে সফরের বিষয়সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

আন্ডার সেক্রেটারি রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ করে গণশুনানি ও মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজনের জন্য প্রশংসা জানান। তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা জানান।

ট্যাগ

বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশিত হয়েছে: ১১:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমারের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর। বুধবার (২৭ আগস্ট) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আন্ডার সেক্রেটারি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ, আইআইএসএস মানামা সংলাপ ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ফরেন অফিস কনসালটেশন ২০২৫-এ বাংলাদেশে সফরের বিষয়সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

আন্ডার সেক্রেটারি রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ করে গণশুনানি ও মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজনের জন্য প্রশংসা জানান। তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা জানান।