০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তার গাড়িবহর রওনা দেয় এবং রাত সাড়ে ৮টায় তিনি হাসপাতালে পৌঁছান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরীক্ষার পর রাতেই বাসায় ফেরার কথা রয়েছে। একই তথ্য নিশ্চিত করেন মিডিয়া উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, এটি রুটিন স্বাস্থ্য পরীক্ষা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাতে জানানো হয়, প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে রাতেই বাসায় ফিরিয়ে আনা হবে। গাড়িবহর রওনা হওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে ফিরোজা বাসভবনে যান এবং সেখানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

প্রকাশিত হয়েছে: ০৯:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তার গাড়িবহর রওনা দেয় এবং রাত সাড়ে ৮টায় তিনি হাসপাতালে পৌঁছান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরীক্ষার পর রাতেই বাসায় ফেরার কথা রয়েছে। একই তথ্য নিশ্চিত করেন মিডিয়া উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, এটি রুটিন স্বাস্থ্য পরীক্ষা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাতে জানানো হয়, প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে রাতেই বাসায় ফিরিয়ে আনা হবে। গাড়িবহর রওনা হওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে ফিরোজা বাসভবনে যান এবং সেখানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।