০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী উপকূলে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে সাগরে তলিয়ে নিখোঁজ হয়েছেন দুই শিক্ষার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন—মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও নাজির হোসেনের ছেলে সায়েম (১৬)। তারা দুজনেই স্থানীয় মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ জানান, সকালে কয়েকজন বন্ধু মিলে শখ করে সাগরে মাছ ধরতে যায়। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে সায়েম ও আবছার নিখোঁজ হয়। স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং নিখোঁজদের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

উখিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে: ০৭:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী উপকূলে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে সাগরে তলিয়ে নিখোঁজ হয়েছেন দুই শিক্ষার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন—মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও নাজির হোসেনের ছেলে সায়েম (১৬)। তারা দুজনেই স্থানীয় মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ জানান, সকালে কয়েকজন বন্ধু মিলে শখ করে সাগরে মাছ ধরতে যায়। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে সায়েম ও আবছার নিখোঁজ হয়। স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং নিখোঁজদের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।