
একটি পর্নসাইটে নিজের ও অন্য নারীদের ছবি পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ঘটনাটিকে জঘন্য বলে অভিহিত করেছেন এবং অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শুধু মেলোনি নন, তার বোন আরিয়ানা এবং বিরোধীদলীয় নেত্রী এলি শাখলিনের ছবিও সাইটটিতে পাওয়া গেছে। খবর প্রকাশের পর বৃহস্পতিবারই (২৮ আগস্ট) সাইটটির কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। তারা জানিয়েছে, ব্যবহারকারীরা সাইটটি সঠিকভাবে ব্যবহার না করায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। বন্ধের আগে সাইটটির সাবস্ক্রাইবার সংখ্যা ছিল সাত লাখ।
প্রকাশিত ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তা পর্নসাইটে আপলোড করা হয়েছিল। এগুলোর সঙ্গে অশ্লীল লেখা ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা জুড়ে দেওয়া হয়, যাতে ব্যবহারকারীদের আকৃষ্ট করা যায়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেলা সেরা-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “যা হয়েছে তা নিয়ে আমি গভীরভাবে ক্ষুব্ধ। যেসব নারীকে এভাবে লাঞ্চিত ও অপমানিত করা হয়েছে তাদের প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক যে ২০২৫ সালেও এখনো এমন মানুষ আছে যারা নারীর সম্মানকে পদদলিত করা এবং তাদের অশ্লীল অপমানকে বৈধ ও স্বাভাবিক বলে মনে করে।” উল্লেখ্য, ২০০৫ সালে চালু হওয়া এই সাইট নিয়ে এর আগে বহু নারী অভিযোগ করলেও এতদিন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তবে এবার প্রধানমন্ত্রী নিজেই ক্ষোভ প্রকাশ করায় বিষয়টি ইতালিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।