১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের পর ভুটানের কাছেও হোঁচট খেল বাংলার মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের শিরোপার আশা কার্যত শেষ হয়ে গেল ভুটানের বিপক্ষে ড্রয়ের মাধ্যমে। এর আগে ভারতের কাছে হেরে পিছিয়ে পড়েছিল অর্পিতা বিশ্বাসরা। এবার ভুটানের বিপক্ষেও জয় পেতে ব্যর্থ হলো লাল-সবুজের মেয়েরা। ভুটান এ টুর্নামেন্টে এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেল।

শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পূর্ণিমা মারমার শক্তিশালী শটে লিড নেয় লাল-সবুজ। গোলের পরই বাংলাদেশের মেয়েরা একের পর এক আক্রমণ শানায়। গত ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি প্রথমার্ধেই দু’বার গোলের সুযোগ তৈরি করেছিলেন—একটি শট পোস্টে লেগে ফেরে, আরেকবার সহজ ফিনিশিং মিস করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ভুটান। স্বাগতিকদের এক ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক মেঘলা রানিকে পরাস্ত করেন। ফলে বিরতিতে ১-১ সমতায় যায় দুই দল।

বিরতির পর বাংলাদেশই বেশি আক্রমণ চালালেও ভাগ্য সহায় হয়নি। দ্বিতীয়ার্ধেও একটি শট ক্রসবারে প্রতিহত হয়। সুরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা ও থৈনু মারমা সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এ ড্রয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে রয়েছে। আজ রাতে নেপালের বিপক্ষে জয় পেলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১৫, যা তাদের এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করবে। ফলে শেষ ম্যাচে বাংলাদেশ-ভারত লড়াই কেবল নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় দাপট দেখিয়ে আসছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জিতেছে এবং এশিয়া কাপে জায়গা করে নিয়েছে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ নারী দল। তবে এ ধারাবাহিক সাফল্যের ভেতর সাফ অনূর্ধ্ব-১৭ দলে শিরোপার প্রত্যাশা থাকলেও পাঁচ ম্যাচে ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়ে সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছে।

ট্যাগ

ভারতের পর ভুটানের কাছেও হোঁচট খেল বাংলার মেয়েরা

প্রকাশিত হয়েছে: ০৭:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের শিরোপার আশা কার্যত শেষ হয়ে গেল ভুটানের বিপক্ষে ড্রয়ের মাধ্যমে। এর আগে ভারতের কাছে হেরে পিছিয়ে পড়েছিল অর্পিতা বিশ্বাসরা। এবার ভুটানের বিপক্ষেও জয় পেতে ব্যর্থ হলো লাল-সবুজের মেয়েরা। ভুটান এ টুর্নামেন্টে এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেল।

শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পূর্ণিমা মারমার শক্তিশালী শটে লিড নেয় লাল-সবুজ। গোলের পরই বাংলাদেশের মেয়েরা একের পর এক আক্রমণ শানায়। গত ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি প্রথমার্ধেই দু’বার গোলের সুযোগ তৈরি করেছিলেন—একটি শট পোস্টে লেগে ফেরে, আরেকবার সহজ ফিনিশিং মিস করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ভুটান। স্বাগতিকদের এক ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক মেঘলা রানিকে পরাস্ত করেন। ফলে বিরতিতে ১-১ সমতায় যায় দুই দল।

বিরতির পর বাংলাদেশই বেশি আক্রমণ চালালেও ভাগ্য সহায় হয়নি। দ্বিতীয়ার্ধেও একটি শট ক্রসবারে প্রতিহত হয়। সুরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা ও থৈনু মারমা সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এ ড্রয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে রয়েছে। আজ রাতে নেপালের বিপক্ষে জয় পেলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১৫, যা তাদের এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করবে। ফলে শেষ ম্যাচে বাংলাদেশ-ভারত লড়াই কেবল নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় দাপট দেখিয়ে আসছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জিতেছে এবং এশিয়া কাপে জায়গা করে নিয়েছে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ নারী দল। তবে এ ধারাবাহিক সাফল্যের ভেতর সাফ অনূর্ধ্ব-১৭ দলে শিরোপার প্রত্যাশা থাকলেও পাঁচ ম্যাচে ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়ে সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছে।