১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই: বিএনপি উপদেষ্টা

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে “স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। তিনি অভিযোগ করেন, ছাত্রজনতা ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল—সেটি হলো একটি সুষ্ঠু ও অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, যাতে গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে আসে—তা বাস্তবায়িত হয়নি। বরং ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাই জাতির মঙ্গলের জন্য যত দ্রুত নির্বাচন হবে, ততই ভালো।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। দেশ স্বাধীন হওয়ার পরও আজ পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকারকে ছিনিমিনি করা হচ্ছে। তিনি অবিলম্বে ১৯৭১ সালের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী এবং সঞ্চালনা করেন কালাম ফয়েজী। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্র এডিটরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।

ট্যাগ

ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই: বিএনপি উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে “স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। তিনি অভিযোগ করেন, ছাত্রজনতা ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল—সেটি হলো একটি সুষ্ঠু ও অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, যাতে গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে আসে—তা বাস্তবায়িত হয়নি। বরং ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাই জাতির মঙ্গলের জন্য যত দ্রুত নির্বাচন হবে, ততই ভালো।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। দেশ স্বাধীন হওয়ার পরও আজ পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকারকে ছিনিমিনি করা হচ্ছে। তিনি অবিলম্বে ১৯৭১ সালের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী এবং সঞ্চালনা করেন কালাম ফয়েজী। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্র এডিটরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।