০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘আল-মুইজ্জ’ নামের শিক্ষা: সম্মান-অপমান আল্লাহর হাতে

আল্লাহর সুন্দর নামসমূহের মধ্যে একটি হলো আল-মুইজ্জ (المعز) যার অর্থ সম্মান দানকারী বা মর্যাদা দানকারী। কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে সম্মান ও অপমান কেবল আল্লাহর হাতেই, মানুষ বা কোনো শক্তি তা দিতে বা কেড়ে নিতে পারে না। আল্লাহই যাকে ইচ্ছা মর্যাদা দান করেন আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। সূরা আলে ইমরান (৩:২৬)-এ আল্লাহ তাআলা বলেন, “বলুন, হে আল্লাহ! রাজত্বের মালিক! তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও এবং যাকে ইচ্ছা তা কেড়ে নাও। তুমি যাকে ইচ্ছা সম্মান দাও এবং যাকে ইচ্ছা অপমান করো।” এ থেকেই স্পষ্ট যে পৃথিবীর সমস্ত সম্মান-অপমান একমাত্র মহান আল্লাহর ইচ্ছাধীন। আল-মুইজ্জ নাম থেকে বিশ্বাসীরা শিক্ষা গ্রহণ করে যে প্রকৃত মর্যাদা দুনিয়ার সম্পদ, ক্ষমতা বা খ্যাতিতে নয়, বরং আল্লাহর আনুগত্যে। মানুষ যতই শক্তিশালী বা ধনী হোক, আল্লাহ চাইলে মুহূর্তেই তার সবকিছু কেড়ে নিতে পারেন। আবার একজন সাধারণ মানুষকেও আল্লাহ চাইলে তাকওয়া, জ্ঞান ও সৎকর্মের মাধ্যমে শ্রেষ্ঠ মর্যাদায় উন্নীত করতে পারেন। তাই মুসলমানদের উচিত আল্লাহর নিকট মর্যাদা প্রার্থনা করা, অহংকার থেকে বিরত থাকা এবং অন্যকে হেয় না করা। আল্লাহর আনুগত্যের জীবনই প্রকৃত সম্মানের পথ এবং এ নাম দ্বারা আমরা শিখি যে আল্লাহর সন্তুষ্টিই হলো শ্রেষ্ঠ ইজ্জত ও মর্যাদার উৎস।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘আল-মুইজ্জ’ নামের শিক্ষা: সম্মান-অপমান আল্লাহর হাতে

প্রকাশিত হয়েছে: ০৭:৫৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

আল্লাহর সুন্দর নামসমূহের মধ্যে একটি হলো আল-মুইজ্জ (المعز) যার অর্থ সম্মান দানকারী বা মর্যাদা দানকারী। কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে সম্মান ও অপমান কেবল আল্লাহর হাতেই, মানুষ বা কোনো শক্তি তা দিতে বা কেড়ে নিতে পারে না। আল্লাহই যাকে ইচ্ছা মর্যাদা দান করেন আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। সূরা আলে ইমরান (৩:২৬)-এ আল্লাহ তাআলা বলেন, “বলুন, হে আল্লাহ! রাজত্বের মালিক! তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও এবং যাকে ইচ্ছা তা কেড়ে নাও। তুমি যাকে ইচ্ছা সম্মান দাও এবং যাকে ইচ্ছা অপমান করো।” এ থেকেই স্পষ্ট যে পৃথিবীর সমস্ত সম্মান-অপমান একমাত্র মহান আল্লাহর ইচ্ছাধীন। আল-মুইজ্জ নাম থেকে বিশ্বাসীরা শিক্ষা গ্রহণ করে যে প্রকৃত মর্যাদা দুনিয়ার সম্পদ, ক্ষমতা বা খ্যাতিতে নয়, বরং আল্লাহর আনুগত্যে। মানুষ যতই শক্তিশালী বা ধনী হোক, আল্লাহ চাইলে মুহূর্তেই তার সবকিছু কেড়ে নিতে পারেন। আবার একজন সাধারণ মানুষকেও আল্লাহ চাইলে তাকওয়া, জ্ঞান ও সৎকর্মের মাধ্যমে শ্রেষ্ঠ মর্যাদায় উন্নীত করতে পারেন। তাই মুসলমানদের উচিত আল্লাহর নিকট মর্যাদা প্রার্থনা করা, অহংকার থেকে বিরত থাকা এবং অন্যকে হেয় না করা। আল্লাহর আনুগত্যের জীবনই প্রকৃত সম্মানের পথ এবং এ নাম দ্বারা আমরা শিখি যে আল্লাহর সন্তুষ্টিই হলো শ্রেষ্ঠ ইজ্জত ও মর্যাদার উৎস।