
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যক্তিগত সাদা গাড়ি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে কি না তা অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
২৮ আগস্ট দুদক চেয়ারম্যানের কাছে আবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরু করার অনুরোধ জানিয়েছেন। তারা জানিয়েছেন, এই বিষয়টি দুদক আইনের তফসিলভুক্ত এবং দুদকের এখতিয়ারভুক্ত।
২৪ আগস্ট একটি জাতীয় দৈনিক প্রতিবেদনে বলা হয়, জিএমপি কমিশনার ঢাকায় থাকলেও গাজীপুরে প্রবেশের সময় উড়ালসড়ক ফাঁকা রাখতে হয়, যার কারণে সাধারণ যাত্রী, চাকরিজীবী ও শিক্ষার্থীদের যাতায়াত থমকে যায়। প্রতিবেদনে নতুন সাদা প্রাডো গাড়ির (প্রকৃতিগত সরকারি না ব্যক্তিগত) বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। গাড়িতে রেজিস্ট্রেশনের পূর্ণ নম্বরও দেখা যায়নি।
অ্যাডভোকেট নাদিম মাহমুদ জানিয়েছেন, “জনস্বার্থে দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন জমা দিয়েছি। বিষয়টি বিচার ও অনুসন্ধানের জন্য আইনজীবী হিসেবে অনুরোধ করা হয়েছে।”
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, কমিশনারকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।