
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, নুরুল হক নুর বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দলের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন। এ ঘটনায় সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এই তদন্ত পরিচালিত হবে। কমিটির টার্মস অব রেফারেন্স এবং অন্য কোনো সদস্য যুক্ত হবে কিনা, তা শিগগিরই জানানো হবে। তদন্ত কমিটি ঘটনাটির সবদিক গভীরভাবে খতিয়ে দেখবে।
এছাড়া তিনি আরও জানান, হামলার ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা, সেটিও তদন্তের আওতায় আনা হবে।