০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ৯ মন্ত্রী-৪ এমপিসহ ২৪ আসামির ভার্চুয়াল হাজিরা গ্রহণ

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর পৃথক মামলায় সাবেক ৯ মন্ত্রী, ৪ সংসদ সদস্য ও সাবেক শীর্ষ পুলিশ-প্রশাসনিক কর্মকর্তাসহ মোট ২৪ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছে আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত কারাগার থেকে আসামিদের জুম প্ল্যাটফর্মের মাধ্যমে হাজিরা নেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

হাজিরা দেওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ সাবেক সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সাবেক শীর্ষ কর্মকর্তা।

রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, নিউমার্কেট, বাড্ডা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানার একাধিক মামলায় আজ তাদের হাজিরার দিন ধার্য ছিল।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের আদালতে সরাসরি আনা-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি ও জনক্ষোভের আশঙ্কা থেকে প্রায়শই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। আদালত প্রাঙ্গণে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ক্ষোভ প্রকাশের সম্ভাবনাও দেখা দেয়। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে এবার কারাগার থেকেই জুমের মাধ্যমে ভার্চুয়াল হাজিরার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগ

সাবেক ৯ মন্ত্রী-৪ এমপিসহ ২৪ আসামির ভার্চুয়াল হাজিরা গ্রহণ

প্রকাশিত হয়েছে: ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর পৃথক মামলায় সাবেক ৯ মন্ত্রী, ৪ সংসদ সদস্য ও সাবেক শীর্ষ পুলিশ-প্রশাসনিক কর্মকর্তাসহ মোট ২৪ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছে আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত কারাগার থেকে আসামিদের জুম প্ল্যাটফর্মের মাধ্যমে হাজিরা নেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

হাজিরা দেওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ সাবেক সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সাবেক শীর্ষ কর্মকর্তা।

রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, নিউমার্কেট, বাড্ডা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানার একাধিক মামলায় আজ তাদের হাজিরার দিন ধার্য ছিল।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের আদালতে সরাসরি আনা-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি ও জনক্ষোভের আশঙ্কা থেকে প্রায়শই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। আদালত প্রাঙ্গণে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ক্ষোভ প্রকাশের সম্ভাবনাও দেখা দেয়। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে এবার কারাগার থেকেই জুমের মাধ্যমে ভার্চুয়াল হাজিরার ব্যবস্থা করা হয়েছে।