
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সোমবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকর ভূমিকা, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি চালু, রপ্তানিমুখি বাণিজ্যের প্রসার এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সর্বজনীন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বিএনপি জাতীয় জীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার রণাঙ্গনের অন্যতম সেনানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারা বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেশের মানুষের মুক্তি সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছে।
এবি পার্টি জানায়, প্রায় দুই হাজার শহীদ, ২০ হাজার আহতসহ লাখো মানুষের ত্যাগের বিনিময়ে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনা শাসন থেকে মুক্ত হয়েছে। এখন প্রয়োজন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, নতুন সংবিধান প্রণয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনীতি গড়ে তোলা।
তারা আশা প্রকাশ করেন, শহীদ জিয়ার মতোই মানুষের হৃদয় জয় করে বিএনপি আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে। আর সেই নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞপ্তির শেষে এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির পথচলা সফল ও শুভ হোক—এ কামনা করি।