
আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ (মঙ্গলবার) বিকেলে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক এই সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব সংলাপ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আস্থার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধাপে ধাপে সকল প্রধান রাজনৈতিক দলকে যুক্ত করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনার লক্ষ্য সামনে রাখা হয়েছে।