অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে অনবরত হুমকি পাচ্ছেন কক্সবাজার অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। এ ঘটনায় তিনি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গণমাধ্যমকে জানান, পর্যটন শিল্পের স্বার্থে ট্যুরিস্ট পুলিশের সাম্প্রতিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র তাকে পরিকল্পিতভাবে হুমকি দিচ্ছে। সোমবার সকাল থেকে একাধিকবার মুঠোফোনে দেখে নেওয়ার ভয় দেখানো হয়েছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে ভুয়া ও মানহানিকর তথ্য প্রচারের হুমকিও দিয়েছে ওই চক্র।
তিনি আরও বলেন, হুমকিদাতাদের ফোন নম্বরের সূত্র ধরে প্রাথমিকভাবে জানা গেছে, তারা এর আগে বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের কাছেও একইভাবে চাঁদা দাবি করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যেই তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাদের শনাক্ত করতে পুলিশের বিশেষ টিম কাজ শুরু করেছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।