১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভুয়া জন্মসনদে বাল্যবিয়ে চেষ্টা ব্যর্থ

বরিশালের গৌরনদীতে অষ্টম শ্রেণির ১৬ বছরের এক স্কুলছাত্রীকে বয়স বাড়িয়ে ভুয়া জন্মসনদ তৈরি করে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ঘটনা ঘটে। সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় বর ও কনের বাবাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা খোন্দকারের মেয়ে, অষ্টম শ্রেণির ছাত্রীটির সঙ্গে হোসনাবাদ গ্রামের হারুন মৃধার ছেলে অহেদ হোসেনের বিয়ের দিন ধার্য ছিল বুধবার। ইতোমধ্যে কনের বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছিল এবং উভয় পরিবারের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। তবে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ের সত্যতা পান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, কনের পরিবার পাশ্ববর্তী একটি ইউনিয়ন থেকে ভুয়া জন্মসনদ সংগ্রহ করে মেয়ের বয়স ১৯ বছর দেখানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় কনের স্কুল ও ইউনিয়ন অফিস থেকে আসল নথি যাচাই করা হয়। এতে স্পষ্ট হয় কনের প্রকৃত বয়স ১৬ বছর। পরে ভুয়া সনদ ব্যবহার ও বাল্যবিয়ে চেষ্টার দায়ে বর ও কনের বাবাকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিয়ে সম্পন্ন না করার মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি পর্যবেক্ষণে রাখার জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও গ্রাম পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভুয়া জন্মনিবন্ধন তৈরির সঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে ভুয়া জন্মসনদে বাল্যবিয়ে চেষ্টা ব্যর্থ

প্রকাশিত হয়েছে: ০৯:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বরিশালের গৌরনদীতে অষ্টম শ্রেণির ১৬ বছরের এক স্কুলছাত্রীকে বয়স বাড়িয়ে ভুয়া জন্মসনদ তৈরি করে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ঘটনা ঘটে। সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় বর ও কনের বাবাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা খোন্দকারের মেয়ে, অষ্টম শ্রেণির ছাত্রীটির সঙ্গে হোসনাবাদ গ্রামের হারুন মৃধার ছেলে অহেদ হোসেনের বিয়ের দিন ধার্য ছিল বুধবার। ইতোমধ্যে কনের বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছিল এবং উভয় পরিবারের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। তবে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ের সত্যতা পান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, কনের পরিবার পাশ্ববর্তী একটি ইউনিয়ন থেকে ভুয়া জন্মসনদ সংগ্রহ করে মেয়ের বয়স ১৯ বছর দেখানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় কনের স্কুল ও ইউনিয়ন অফিস থেকে আসল নথি যাচাই করা হয়। এতে স্পষ্ট হয় কনের প্রকৃত বয়স ১৬ বছর। পরে ভুয়া সনদ ব্যবহার ও বাল্যবিয়ে চেষ্টার দায়ে বর ও কনের বাবাকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিয়ে সম্পন্ন না করার মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি পর্যবেক্ষণে রাখার জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও গ্রাম পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভুয়া জন্মনিবন্ধন তৈরির সঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।