ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী হিসেবে অংশ নেওয়া মো. জুলিয়াস সিজার তালুকদার হাইকোর্টে রিট করেছেন। রিটে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়েছেন।
রিটে বলা হয়েছে, জুলিয়াস সিজারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা রুল জারির মাধ্যমে নির্ধারণের আবেদন করা হয়েছে।
ডাকসু নির্বাচনে জুলিয়াস সিজারের নাম ২৬ আগস্ট নির্বাচনী কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকায় ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসিলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অভিযোগ করেন যে, তালুকদার নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু ট্রাইব্যুনাল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে কমিশনে সুপারিশ পাঠায়, যার ভিত্তিতে নির্বাচনী কমিশন জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করে।
জুলিয়াস সিজারের দাবি, অভিযোগের বিষয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এজন্য তিনি ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ প্রদান করেন। কোনো ফল না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেছেন।
রিটে একই সঙ্গে চাওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তার প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহাল করা হবে, ডাকসু নির্বাচন ও ডাকসু হল সংসদ নির্বাচন স্থগিত রাখা হোক।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।