গত ৭ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে পেঁয়াজ বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন মানিকগঞ্জ শহরের ব্যবসায়ী আনন্দ সাহা। দুর্ঘটনার পর ঢাকার শ্যামলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান—তার দুই হাত ও ডান পায়ের হাড় ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কোমরের হাড়ও। প্রায় ২০ দিন চিকিৎসা শেষে ২৬ আগস্ট থেকে তিনি মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
এরই মধ্যে ভেঙে যায় তার বিয়ের পরিকল্পনা। কারণ, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আনন্দ সাহার সঙ্গে ঘিওরের স্নাতক শিক্ষার্থী অমৃতা সরকারের বিয়ে হওয়ার কথা ছিল আগামী ১৪ ডিসেম্বর। এনগেজমেন্ট হয়েছিল গত ১১ জুলাই। কিন্তু দুর্ঘটনার পর দীর্ঘ চিকিৎসার কারণে বিয়ের তারিখ অনিশ্চিত হয়ে পড়ে।
আনন্দ সাহার কাকাতো ভাই অমি সাহা জানান, পরিবারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং দুই পক্ষের সম্মতির ভিত্তিতে নতুন করে বিয়ের তারিখ এগিয়ে আনা হয় ৪ সেপ্টেম্বর।
তিনি বলেন,
“আমার কাকা-কাকিমা দুজনেই অসুস্থ। ভাইয়ের পাশে সবসময় থাকার মতোও লোক পাওয়া যাচ্ছিল না। আবার দুই পক্ষের সম্মতিতেই বিয়ের তারিখ ঠিক ছিল। তাই সিদ্ধান্ত হলো—হাসপাতালেই বিয়ে দেওয়া হবে।”
তিনি আরও জানান, প্রায় এক বছর আগে থেকেই আনন্দ ও অমৃতার প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিক সম্মতিতে আশীর্বাদ সম্পন্ন হয় এবং ডিসেম্বরে আনুষ্ঠানিক বিয়ের তারিখ ধার্য করা হয়েছিল।
“ভাই পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তার পাশে কাউকে প্রয়োজন। ভাই আর বৌদি দুজনেই চায় একে অপরের যত্ন নিতে। তাই ধর্মীয় রীতি মেনে স্বল্প পরিসরে হাসপাতালেই বিয়ে দেওয়া হলো।”
প্রথমে হাসপাতালে বিয়ে করার অনুমতি না দিলেও পরে পরিবারের অনুরোধে এবং চিকিৎসকদের পরামর্শে আয়োজনের সুযোগ দেয় কর্তৃপক্ষ। হাসপাতালের মেডিকেল এন্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন,
“রোগী যে কেবিনে আছে সেখানেই আয়োজন করতে চেয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে নিরাপত্তার কথা ভেবে আমরা ব্যবহার না করা একটি ফ্লোর পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে বিয়ের ব্যবস্থা করি। অন্য রোগীদের কোনো অসুবিধা হয়নি।”
তিনি আরও বলেন,“আমরা যারা উপস্থিত ছিলাম, মনে হচ্ছিল আমরা যেন বিয়ে বাড়ির অংশ। সবার মধ্যেই আনন্দের পরিবেশ ছিল।”
আলোড়ন ও প্রশংসা
হাসপাতালের বেডে শুয়ে টোপর পরে থাকা বরকে প্রদক্ষিণ করেন নববধূ অমৃতা সরকার। পানপাতায় মুখ ঢেকে পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে মালাবদল সম্পন্ন হয়। পরিবারের সদস্য, চিকিৎসক ও রোগীর উপস্থিতিতে আয়োজিত এই ব্যতিক্রমী বিয়ে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভালোবাসা, আস্থা ও প্রতিকূলতার মাঝেও একে অপরের পাশে থাকার দৃষ্টান্ত হিসেবে নেটিজেনরা প্রশংসা করছেন এই বিয়েকে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।