জনপ্রিয় ইসলামী আলোচক ও আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, পৃথিবীতে বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন। সেখানে মানুষ হত্যা যেন বৈধ হয়ে গেছে। মানুষ খেতে না পেয়ে মৃত্যুর প্রহর গুনছে। মানব ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল।
বুধবার (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্বমোড়লরা একদিকে মানবাধিকারের বুলি আওড়াচ্ছে, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘন চোখের সামনে ঘটছে। যুদ্ধের নামে গণহত্যা করা হচ্ছে, অথচ অনেক রাষ্ট্র নীরব থাকে কিংবা সমর্থন দেয়।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এমন জীবনাদর্শ রেখে গেছেন যা অনুসরণ করলে পৃথিবীর রাজনৈতিক সংকট দূর করা সম্ভব। নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নবী (সা.) কেবল অধিকার নিয়ে কথা বলেননি, তিনি তা বাস্তবেও প্রতিষ্ঠা করেছেন।
তিনি পরিবেশ প্রসঙ্গেও মন্তব্য করেন। বলেন, “আজকের পৃথিবী পরিবেশকে দূষিত করছে, আবার ভারসাম্য রক্ষায় চেষ্টা করছে। অথচ বৈশ্বিক সংকট মোকাবেলায় আমাদের নবীর (সা.) সিরাতে ফিরে যাওয়া ছাড়া বিকল্প নেই।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফি। এতে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।