০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আজকের গল্প ময়লা জামা

গল্প শুরু করার আগে চলুন একবার ছবির দিকে নজর দিই—
একজন নারী কাপড় শুকাতে দিচ্ছেন দড়িতে। ছবিটা ভালো করে দেখেছেন তো?
এবার চলুন, গল্পটা শুরু করা যাক।

এক তরুণ দম্পতি নতুন একটি বাড়িতে উঠল।
পরদিন সকালে তারা নাশতা করছিল। হঠাৎ তরুণী জানালা দিয়ে তাকিয়ে দেখে—
পাশের বাড়ির এক নারী কাপড় ধুয়ে দড়িতে মেলে দিয়েছেন।

তরুণী বিস্মিত হয়ে স্বামীকে বলল,
“দেখো! ওনার কাপড়গুলো একেবারেই পরিষ্কার না। মনে হয় ধোয়া জানে না। নিশ্চয়ই ওনার ভালো ডিটারজেন্ট দরকার।”

স্বামী কিছু বলল না, শুধু চুপচাপ শুনে গেল।

এরপর প্রায় প্রতিদিনই, যখনই প্রতিবেশী কাপড় মেলে দিতেন, তরুণী একই মন্তব্য করত—
“ওনার কাপড়গুলো কখনোই পরিষ্কার হয় না।”

এভাবেই কেটে গেল প্রায় এক মাস।

একদিন সকালে হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে তরুণী অবাক হয়ে বলল—
“আরে দেখো! আজ তো ওনার কাপড়গুলো একেবারে ঝকঝকে পরিষ্কার। নিশ্চয়ই কেউ ওনাকে কাপড় ধোয়া শিখিয়ে দিয়েছে!”

তখন স্বামী মুচকি হেসে উত্তর দিল—
“না, আজ সকালে আমি আমাদের জানালার কাচগুলো মুছে দিয়েছি।”


আমরা প্রায়ই অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকি। অথচ সমস্যা হয়তো লুকিয়ে থাকে আমাদের দৃষ্টিভঙ্গিতেই।
যদি আমাদের চোখ ঈর্ষা, রাগ আর অভিযোগে ঢেকে যায়, তবে অন্যের ভালো কাজও খারাপ মনে হবে।

তাই অন্যকে সমালোচনা করার আগে নিজের জানালার কাচ মুছে নেওয়াই ভালো—
অর্থাৎ, আগে নিজের মনকে পরিষ্কার করা উচিত।

আপনি কাউকে যেমন ভাবে বিচার করেন, সেটিই বলে দেয় আপনি আসলে কেমন মানুষ।


ট্যাগ

আজকের গল্প ময়লা জামা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

গল্প শুরু করার আগে চলুন একবার ছবির দিকে নজর দিই—
একজন নারী কাপড় শুকাতে দিচ্ছেন দড়িতে। ছবিটা ভালো করে দেখেছেন তো?
এবার চলুন, গল্পটা শুরু করা যাক।

এক তরুণ দম্পতি নতুন একটি বাড়িতে উঠল।
পরদিন সকালে তারা নাশতা করছিল। হঠাৎ তরুণী জানালা দিয়ে তাকিয়ে দেখে—
পাশের বাড়ির এক নারী কাপড় ধুয়ে দড়িতে মেলে দিয়েছেন।

তরুণী বিস্মিত হয়ে স্বামীকে বলল,
“দেখো! ওনার কাপড়গুলো একেবারেই পরিষ্কার না। মনে হয় ধোয়া জানে না। নিশ্চয়ই ওনার ভালো ডিটারজেন্ট দরকার।”

স্বামী কিছু বলল না, শুধু চুপচাপ শুনে গেল।

এরপর প্রায় প্রতিদিনই, যখনই প্রতিবেশী কাপড় মেলে দিতেন, তরুণী একই মন্তব্য করত—
“ওনার কাপড়গুলো কখনোই পরিষ্কার হয় না।”

এভাবেই কেটে গেল প্রায় এক মাস।

একদিন সকালে হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে তরুণী অবাক হয়ে বলল—
“আরে দেখো! আজ তো ওনার কাপড়গুলো একেবারে ঝকঝকে পরিষ্কার। নিশ্চয়ই কেউ ওনাকে কাপড় ধোয়া শিখিয়ে দিয়েছে!”

তখন স্বামী মুচকি হেসে উত্তর দিল—
“না, আজ সকালে আমি আমাদের জানালার কাচগুলো মুছে দিয়েছি।”


আমরা প্রায়ই অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকি। অথচ সমস্যা হয়তো লুকিয়ে থাকে আমাদের দৃষ্টিভঙ্গিতেই।
যদি আমাদের চোখ ঈর্ষা, রাগ আর অভিযোগে ঢেকে যায়, তবে অন্যের ভালো কাজও খারাপ মনে হবে।

তাই অন্যকে সমালোচনা করার আগে নিজের জানালার কাচ মুছে নেওয়াই ভালো—
অর্থাৎ, আগে নিজের মনকে পরিষ্কার করা উচিত।

আপনি কাউকে যেমন ভাবে বিচার করেন, সেটিই বলে দেয় আপনি আসলে কেমন মানুষ।