০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি এলে রাজনৈতিক বৈষম্য থাকবে না: শাহজাহান মিঞা

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, আগামীতে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটবে। কাঠামোগত সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এবং কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। নারীদের অধিকারও অবশ্যই নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর এলাকায় নারীদের উপস্থিতিতে এক উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা বাস্তবায়নের জন্য কাজ করছেন। এর মধ্যে রয়েছে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্ড, সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, নারী অধিকার নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টিসহ বহুমুখী দিক নির্দেশনা।

এসময় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক, সদস্য সচিব মো. তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএনপি এলে রাজনৈতিক বৈষম্য থাকবে না: শাহজাহান মিঞা

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, আগামীতে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটবে। কাঠামোগত সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এবং কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। নারীদের অধিকারও অবশ্যই নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর এলাকায় নারীদের উপস্থিতিতে এক উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা বাস্তবায়নের জন্য কাজ করছেন। এর মধ্যে রয়েছে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্ড, সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, নারী অধিকার নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টিসহ বহুমুখী দিক নির্দেশনা।

এসময় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক, সদস্য সচিব মো. তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।