রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলেন চতুর্থ শ্রেণির হাফসা খাঁন (১১) এবং অষ্টম শ্রেণির মো. রায়ান (১৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দু’জনের শরীরের ২২ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল এবং সুস্থ বলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ পর্যন্ত সুস্থ অবস্থায় ২৫ জন আহতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুর্ঘটনায় ১১ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার ফলে ২০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয়রা হতাহত এবং দগ্ধ হন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।