
সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি’র আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান অংশ নেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি’র কাছে হস্তান্তর করেন। বার্তায় সিঙ্গাপুর সরকারের দীর্ঘস্থায়িত্ব ও জনগণের শান্তি-সমৃদ্ধি কামনার পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।