
লিবিয়ায় আটক আরও ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় বুধবার তাদের এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি সূত্রে জানা গেছে, দেশটিতে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরত আনার জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায়ই সর্বশেষ এই দলটিকে দেশে পাঠানো হয়েছে।
প্রত্যাবাসিত বাংলাদেশিরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর: UZ222) করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে গিয়ে প্রত্যাবাসিতদের বিদায় জানান।
এসময় রাষ্ট্রদূত অবৈধ পথে অভিবাসনের নানা নেতিবাচক দিক তুলে ধরে ভবিষ্যতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, অবৈধ অভিবাসনের ফলে শুধু ব্যক্তিরই আর্থিক ও শারীরিক ক্ষতি হয় না, তার পরিবার এবং সমাজও দুর্ভোগে পড়ে। পাশাপাশি, এই ধরণের কার্যক্রম দেশের ভাবমূর্তি ও সুনামেরও ক্ষতি করে।
লিবিয়ায় অসহায় ও আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।