গাজায় ইসরায়েলি হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের স্বীকারোক্তি দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান হারজি হালেভি। তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান অভিযানে এ পর্যন্ত ২ লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছে।
হালেভি স্পষ্ট ভাষায় বলেন, শুরু থেকেই ইসরায়েল “ধ্বংসাত্মক নীতি” গ্রহণ করেছিল। এর ফলে সামরিক অভিযানের সময় কোনো আইনগত পরামর্শদাতা বা মানবিক বিবেচনা কার্যত গুরুত্ব পায়নি।
তার মতে, হতাহতদের মধ্যে প্রায় ৮০ শতাংশই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশু সংখ্যাগরিষ্ঠ। এ স্বীকারোক্তি নতুন করে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ও নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় তুলেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই গাজায় বেসামরিক হতাহতের ব্যাপারে উদ্বেগ জানিয়ে এসেছে। তবে এবার ইসরায়েলেরই সাবেক সেনাপ্রধানের এ স্বীকারোক্তি পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলল।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।