১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অন্তবর্তী সরকারের বৈধতার উৎস জনগণের ইচ্ছা: শিশির মনির

সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, অন্তবর্তী সরকারের বৈধতার মূল উৎস সংবিধানের ১০৬ অনুচ্ছেদ নয়, বরং জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। তিনি সতর্ক করে বলেন, এটি বুঝতে না পারলে একদিন অনুশোচনা করতে হবে। তাই ইগো থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির লিখেছেন, “এই সরকার অবশ্যই বৈধ। তবে ১০৬ অনুচ্ছেদের কারণে বৈধ নয়। জনগণের ইচ্ছার কারণে বৈধ। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ।”

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছিল। তখন আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তবর্তী সরকার গঠনের পক্ষে মত দেয়।

আইন বিশেষজ্ঞদের কেউ কেউ এই মতামতকে অন্তবর্তী সরকারের সাংবিধানিক বৈধতা হিসেবে বিবেচনা করছেন। তবে অ্যাডভোকেট শিশির মনির মনে করেন, এই সরকারকে সাংবিধানিক সরকার বলা যাবে না। তাঁর মতে, “এটি গণঅভ্যুত্থানের সরকার। তাই বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে গণঅভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দিতে হবে।”

ট্যাগ

সাইয়েদুল ইস্তেগফার : সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার দোয়া

অন্তবর্তী সরকারের বৈধতার উৎস জনগণের ইচ্ছা: শিশির মনির

প্রকাশিত হয়েছে: ১০:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, অন্তবর্তী সরকারের বৈধতার মূল উৎস সংবিধানের ১০৬ অনুচ্ছেদ নয়, বরং জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। তিনি সতর্ক করে বলেন, এটি বুঝতে না পারলে একদিন অনুশোচনা করতে হবে। তাই ইগো থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির লিখেছেন, “এই সরকার অবশ্যই বৈধ। তবে ১০৬ অনুচ্ছেদের কারণে বৈধ নয়। জনগণের ইচ্ছার কারণে বৈধ। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ।”

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছিল। তখন আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তবর্তী সরকার গঠনের পক্ষে মত দেয়।

আইন বিশেষজ্ঞদের কেউ কেউ এই মতামতকে অন্তবর্তী সরকারের সাংবিধানিক বৈধতা হিসেবে বিবেচনা করছেন। তবে অ্যাডভোকেট শিশির মনির মনে করেন, এই সরকারকে সাংবিধানিক সরকার বলা যাবে না। তাঁর মতে, “এটি গণঅভ্যুত্থানের সরকার। তাই বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে গণঅভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দিতে হবে।”