হঠাৎ করেই বিয়ের খবর জানিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সুসংবাদটি ভাগ করে নেওয়ার পরই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তাদের বিয়ের ছবি।
জানা গেছে, দুই পরিবারের উপস্থিতিতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি মসজিদে ছোট আয়োজনে সম্পন্ন হয় এ বিয়ে। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় খেজুর ও বাদাম। আয়োজনে শোবিজের কয়েকজন পরিচিত মুখও উপস্থিত ছিলেন, যার মধ্যে মডেল পিয়া জান্নাতুল অন্যতম।
শবনম ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।
বিয়েতে দুজনেই মিলিয়ে পরেন অফ-হোয়াইট পোশাক। ফারিয়ার সাজে ছিল হালকা কাজের লেহেঙ্গা, সূক্ষ্ম সিলভার-গোল্ডেন এম্ব্রডারি, একই রঙের ওড়না এবং রাজকীয় গহনা। অন্যদিকে বরের পরনে ছিল অফ-হোয়াইট পাঞ্জাবি-পায়জামার সঙ্গে ক্রিম টোনের কোট। সাদামাটা হলেও ছিমছাম এই সাজ নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।
তবে এটিই শবনম ফারিয়ার প্রথম বিয়ে নয়। এর আগে ২০১৮ সালে তিনি হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।