
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের আক্রমণের কারণে বিশ্বকে “ভয় দেখানো” উচিত নয়। বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো ইসরায়েলকে পশ্চিম তীর দখল থেকে বিরত রাখতে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করা।
ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, “গাজার চলমান হামলা ভীতিকর হলেও বিশ্বকে আতঙ্কিত হওয়া যাবে না। এখন সবচেয়ে জরুরি হলো, ইসরায়েল যাতে পশ্চিম তীর দখল বাড়াতে না পারে, সেই বিষয়ে আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলা।”
তিনি আরও উল্লেখ করেন, আগামী সপ্তাহে জাতিসংঘে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের আগে অন্তত ১০টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে। এই পদক্ষেপকে তিনি “দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের পথে একটি বড় অগ্রগতি” হিসেবে আখ্যায়িত করেন।
জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান হাজারো মানুষের জীবন কেড়ে নিচ্ছে এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বাড়ছে। ফলে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বেড়েই চলেছে।