
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে হামাস। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
চিঠিতে হামাস জানিয়েছে, ইসরায়েল যদি ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে গোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা ইসরায়েলি জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, চিঠিটি বর্তমানে কাতারের সরকারের কাছে আছে এবং আগামী সপ্তাহে তা ট্রাম্পের হাতে পৌঁছাবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনারা গাজায় অভিযান শুরু করে, যা এখনো চলছে। এই অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭০ হাজার মানুষ। গাজা উপত্যকা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এদিকে ধারণা করা হচ্ছে, এখনো ১৫ থেকে ২০ জন ইসরায়েলি জিম্মি হামাসের কব্জায় রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বৈশ্বিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে হামাসকে নিঃশর্তে সব জিম্মি মুক্তি ও অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে।