মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার প্রকাশ্যে তার বিচার বিভাগকে রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সমালোচকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ঐতিহ্যবাহী স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সম্বোধন করে ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ ও নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, শিফ ও জেমসের বিরুদ্ধে বন্ধকী নথি জালিয়াতির অভিযোগে পদক্ষেপ নেওয়া জরুরি।
এর আগের দিন, ট্রাম্প জেমসের তদন্ত তদারককারী ভার্জিনিয়ার পূর্ব জেলার মার্কিন অ্যাটর্নি এরিক সিবার্টকে বরখাস্ত করেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিবার্ট শুক্রবার কর্মীদের কাছে ইমেইলে পদত্যাগের ঘোষণা দেন। ট্রাম্প বরখাস্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “এটি একটি দুর্দান্ত মামলা, অনেক আইন বিশেষজ্ঞও তাই বলছেন।”
শিফ ও জেমস দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িত। তারা অভিযোগ করেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকে হাতিয়ার বানিয়েছেন।
শনিবার শেষের দিকে ট্রাম্প ঘোষণা দেন, সিবার্টের পদে নতুন মার্কিন অ্যাটর্নি হিসেবে হোয়াইট হাউসের সহকারী লিন্ডসে হ্যালিগানকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে হ্যালিগান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের “বিভাজনমূলক বা পক্ষপাতমূলক আখ্যান” পর্যালোচনার নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্প তাকে “কঠিন, বুদ্ধিমান ও অনুগত আইনজীবী” হিসেবে অভিহিত করেন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।