অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী তরুণরা পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হলেও তারা অসমতা, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সুরক্ষাবাদ ও ডিজিটাল বিভাজনের মতো সংকটের প্রথম শিকার। বিশেষ করে যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, যা নিম্ন আয়ের দেশগুলোতে প্রাপ্তবয়স্কদের তুলনায় চার গুণ বেশি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুব কর্মপরিকল্পনার (World Programme of Action for Youth) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল আন্তঃপ্রজন্ম সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করা।
বক্তব্যের শুরুতে অধ্যাপক ইউনূস বলেন, “আমি আজ ৮৫ বছর বয়সে দাঁড়িয়ে গভীরভাবে উপলব্ধি করছি এই প্রতিপাদ্যের তাৎপর্য। গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুবসমাজের অসাধারণ শক্তি। তারা সাহসিকতার সঙ্গে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে জাতিকে নতুন পথে পরিচালিত করেছে এবং আমাকে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব দিয়েছে।”
বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, দেশে ইতোমধ্যে জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করা হয়েছে, যা তরুণদের অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করবে। এর মাধ্যমে তারা চাকরিপ্রার্থী নয় বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে আত্মপ্রকাশ করবে।
তিনি আরও বলেন, সংস্কার কমিশনগুলোতে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করা হয়েছে যাতে দেশের গণতান্ত্রিক পুনর্গঠনে তরুণদের কণ্ঠস্বর প্রতিফলিত হয়।
ড. ইউনূস জোর দিয়ে বলেন, কোনো দেশ একা যুব ক্ষমতায়ন নিশ্চিত করতে পারবে না। এজন্য বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। তা না হলে প্রতিবন্ধকতা দূর করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং আন্তঃপ্রজন্ম নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে না। “অন্যথায় হতাশা দ্রুত অস্থিরতায় রূপ নেবে।”
শেষে তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ একা বহন করতে হবে না, কেবল তরুণদের ন্যায্য অংশ, নিরাপদ পরিসর এবং সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা দিতে হবে। আমি বিশ্বাস করি, তারা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে।”
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।