১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজা যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান বর্বর হামলা বন্ধে উদ্যোগী হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ফয়সাল বিন ফারহান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত বুধবার ট্রাম্প আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই তিনি গাজায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, “আমাদের সঙ্গে তার বৈঠক বেশ ইতিবাচক হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গিয়েছে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এখন সেখানে দুর্ভিক্ষ চলছে।”

তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক থেকে আমি যা উপলব্ধি করেছি তা হলো—তিনি এ যুদ্ধ বন্ধ করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্ত করতে চান এবং একই সঙ্গে গাজার নিরীহ মানুষের কষ্ট লাঘব করতে চান।” ফয়সাল বিন ফারহান আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোচনার এ প্রক্রিয়া যুদ্ধবিরতিতে রূপ নেবে।

এদিকে আন্তর্জাতিক চাপের মধ্যেই সম্প্রতি জাতিসংঘের একটি কমিশন জানায়, তারা গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ পেয়েছে। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসামরিক জনগণের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের শামিল।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে আক্রমণ চালায়। এর পরদিন থেকেই গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। টানা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলমান এ বর্বর হামলায় এখন পর্যন্ত গাজায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়েছে, যার ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান বর্বর হামলা বন্ধে উদ্যোগী হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ফয়সাল বিন ফারহান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত বুধবার ট্রাম্প আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই তিনি গাজায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, “আমাদের সঙ্গে তার বৈঠক বেশ ইতিবাচক হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গিয়েছে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এখন সেখানে দুর্ভিক্ষ চলছে।”

তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক থেকে আমি যা উপলব্ধি করেছি তা হলো—তিনি এ যুদ্ধ বন্ধ করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্ত করতে চান এবং একই সঙ্গে গাজার নিরীহ মানুষের কষ্ট লাঘব করতে চান।” ফয়সাল বিন ফারহান আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোচনার এ প্রক্রিয়া যুদ্ধবিরতিতে রূপ নেবে।

এদিকে আন্তর্জাতিক চাপের মধ্যেই সম্প্রতি জাতিসংঘের একটি কমিশন জানায়, তারা গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ পেয়েছে। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসামরিক জনগণের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের শামিল।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে আক্রমণ চালায়। এর পরদিন থেকেই গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। টানা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলমান এ বর্বর হামলায় এখন পর্যন্ত গাজায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়েছে, যার ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।