বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার, না হলে গুপ্ত স্বৈরাচারের আশঙ্কা থাকতে পারে। এই স্বৈরাচার থেকে দেশ ও জনগণকে রক্ষা করা সকলের দায়িত্ব। দেশ গঠনে এখন ঐক্যের বিকল্প নেই।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যাকারিয়া তাহের সুমন, উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য নেতারা।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। দেশকে পুনর্গঠন ও জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনা করতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি উদাহরণ দেন যে, একটি ঘর তৈরি করতে সকলের শ্রম লাগে, কিন্তু ধ্বংস করতে খুব কম মানুষের প্রয়োজন। এদেশের “ঘর” হিসেবে বাংলাদেশের উপর দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচার চাপা ছিল, যা জনগণ বিতাড়িত করেছে।
তিনি আরও বলেন, দেশ গঠনের জন্য রাজনৈতিক কর্মীদের জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন। মিটিং বা সভা দিয়ে কাজ হবে না; দুই-তিন জনের ছোট টিম করে প্রত্যেকের দুয়ারে পৌঁছাতে হবে। জনগণের কাছে পৌঁছে দিতে হবে, বিএনপি কিভাবে দেশকে গঠন করবে—শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, কৃষক সেবা ও যোগাযোগ ব্যবস্থাসহ সব খাতেই।
তারেক রহমান বলেন, দেশে স্বাধীনের পর এক স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, যা জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে। বিগত ১৫ বছরে পুনরায় স্বৈরাচার ফিরে এসেছে, যা আবারও জনগণ বিতাড়িত করেছে। তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন, আন্দোলনের সময় তাদের হত্যা, গুম, নির্যাতন এবং জেলসহ নানা কষ্ট ভোগ করতে হয়েছে।
তিনি বলেন, “আজ স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের কাজ হলো দেশ গঠন করা এবং ঐক্যবদ্ধ হওয়া।”
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।