ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনের জন্য গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফার প্রস্তাব ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) হামাস এ প্রস্তাবের জবাব দিতে পারে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, হামাসের জবাব ইতিবাচক হতে পারে, তবে প্রস্তাবের কিছু ধারায় পরিবর্তন চাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যস্থতাকারী আরব দেশগুলো, বিশেষ করে কাতার, ট্রাম্পের প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
গত মঙ্গলবার ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দেন তিন থেকে চার দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য এবং জানান, প্রস্তাবে বড় কোনো পরিবর্তন আনা হবে না। সূত্রের মতে, হামাস প্রস্তাবে সাড়া দিতে চাইলেও কিছু ধারায় পরিবর্তন চাইবে, যেমনটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে করেছিলেন। কাতার ও মিসর নেতানিয়াহুর সংশোধনীতে ক্ষুব্ধ হয়।
নেতানিয়াহু গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধীরগতি ও সীমিত প্রত্যাহার নিশ্চিত করতে চেষ্টা করেছেন এবং হামাসের নিরস্ত্র হওয়ার সঙ্গে এটি যুক্ত করেছেন। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি নিজেদের নিরস্ত্র করে, তবে ইসরায়েলি সেনারা গাজা ছাড়বে। হামাস জানিয়েছে, যতদিন ইসরায়েলের দখল থাকবে, ততদিন তারা অস্ত্র সমর্পণ করবে না এবং জিম্মিদের মুক্তি ও সেনা প্রত্যাহার একইসঙ্গে ঘটতে হবে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।