জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে নয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। নয় দিনের এই সফর শেষে গত বুধবার (বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে) তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বিদায় জানান।
প্রধান উপদেষ্টার সফরে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেন জামায়াত নেতা নকিবুর রহমান তারেক।
গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখেন ড. ইউনূস। তার বক্তব্যে বৈশ্বিক শান্তি, গণতান্ত্রিক রূপান্তর, মানবাধিকার, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নকে গুরুত্ব দেন।
অধিবেশনের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থা প্রধান এবং কূটনৈতিক মহলের সঙ্গে একাধিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গ গুরুত্ব পায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরতে সক্ষম হয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রেও এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।