কলম্বোতে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী বোলিং আক্রমণের পর তরুণ ওপেনার রুবাইয়া হায়দারের ঝলমলে ফিফটিতে টাইগ্রেসরা সহজ জয় নিশ্চিত করে। মাত্র ৩১ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে ফেলে নিগার সুলতানার দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম।
পাকিস্তানি ব্যাটারদের কাঁপিয়ে দেন শুরুতেই ডানহাতি পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই তিনি ওমাইমা সোহেল ও সিধরা আমিনকে পরপর দুই বলে সাজঘরে পাঠান। দুইজনই কোনো রান না করেই আউট হন। এরপর নাহিদা আক্তার ফিরিয়ে দেন মুনিবা আলি (১৭) ও শামিমকে (২৩)। রাবেয়া খানও শিকার করেন সিধরা নাওয়াজকে (১৫)।
লোয়ার মিডল অর্ডারে ফাতিমা সানা (২২) ও ডায়ানা বেগ (১৬*) কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত দেড়শর আগেই গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার স্বর্ণা খাতুন, মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট, রাবেয়া, নিশিতা নিশি ও ফাহিমা একটি করে উইকেট ভাগাভাগি করেন।
জবাবে ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার ফারজানা হক (২) ও শারমিন আক্তার (১০) দ্রুত বিদায় নেন। তবে তরুণ ওপেনার রুবাইয়া হায়দারকে নিয়ে ভরসা পান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনে মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ৬২ রান। জ্যোতি আউট হওয়ার পর (২৩) রুবাইয়া দায়িত্ব নেন একাই।
অভিষেক ওয়ানডেতেই বিশ্বকাপের মঞ্চে ফিফটি হাঁকান এই ওপেনার। ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে তিনি দলের জয়ের ভিত্তি গড়ে দেন। সঙ্গী সুবহানা মোস্তারি ১৯ বলে অপরাজিত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেন।
ফলাফল—বাংলাদেশ নারী দল ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় পাকিস্তানের বিপক্ষে। এই জয়ে বিশ্বকাপে নিজেদের অবস্থান আরও শক্ত করলো টাইগ্রেসরা।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।