
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৃহস্পতিবার (২ অক্টোবর) ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারমারা সাগরে, যা ইস্তাম্বুলের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি বড় একটি ফল্টলাইনের পাশে থাকায় বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের শহর ইস্তাম্বুলের জন্য এ ফল্টলাইন দীর্ঘদিন ধরেই বড় হুমকি হিসেবে চিহ্নিত।
এর আগে গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের সিমাভ এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে সৃষ্ট ওই ভূমিকম্পের পর আশপাশের এলাকা কেঁপে ওঠে। এরপর একই এলাকায় আবার ৪ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে এ দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত তুরস্কে প্রায়ই বড় ধরণের ভূমিকম্প আঘাত হানে। দেশটি বেশ কয়েকটি প্রধান ফল্টলাইনের উপর অবস্থিত। ২০২৩ সালের শুরুর দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১১টি প্রদেশে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। ওই একই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ায়ও প্রায় ছয় হাজার মানুষের প্রাণহানি ঘটে।