গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে “প্রোটেস্ট অ্যান্ড সলিডারিটি র্যালি” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়ে কাজীর দেউরি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, ইসরায়েলের অবরোধ ও হামলার শিকার ফিলিস্তিনিরা মানবেতর জীবনযাপন করছে। অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও শত শত কর্মী আটক আন্তর্জাতিক আইন ও মানবতার সুস্পষ্ট লঙ্ঘন।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশি মুসলমানরা সবসময় সংহতি প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, গাজার অবরোধ অবিলম্বে প্রত্যাহার এবং আটক কর্মীদের মুক্তি দিতে।
র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসাইন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী এবং চাকসু জিএস প্রার্থী হাবিব বিন সাঈদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।