টানা দুই দিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। মাছ, মাংস ও মুরগির দাম আগের মতো থাকলেও সব ধরনের সবজির দাম বেড়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকায়, কচুর লতি ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা-ঝিঙ্গা-ধন্দুল ৮০ টাকা, পটল ৭০ টাকা, শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শিম ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা, লাউ ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং কচুর মুখি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা। গরুর মাংস ৭৮০–৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতারা অভিযোগ করছেন, গত তিন মাস ধরে সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি। বৃষ্টিকে অজুহাত করে আবারও দাম বাড়ানো হয়েছে। তাদের মতে, বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকায় খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।
বাজার বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী, মৌসুম শেষ হওয়া ও গত দুই দিনের বৃষ্টিতে ক্ষেতে থাকা সবজি নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে। তারা আশঙ্কা করছেন, বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।