
অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানিয়েছে, পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে তাদের মেয়াদেই নবম জাতীয় বেতন কাঠামো গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। অর্থ উপদেষ্টা ড.
অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানিয়েছে, পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে তাদের মেয়াদেই নবম জাতীয় বেতন কাঠামো গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, নতুন পে-স্কেল ২০২৬ সালের শুরু থেকে (জানুয়ারি/মার্চ/এপ্রিল) কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।
গত ২৭ জুলাই সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পুনঃনির্ধারণে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই এ সুপারিশ জমা পড়বে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।
গ্রেড ও বেতন কাঠামো
বর্তমানে সরকারি চাকরিতে ২০টি গ্রেড বিদ্যমান থাকলেও নতুন কাঠামোয় গ্রেডের সংখ্যা কমিয়ে ১৫ বা ১২ করার প্রাথমিক আলোচনা চলছে। সর্বোচ্চ (গ্রেড-১) ও সর্বনিম্ন (গ্রেড-২০) বেতনের অনুপাত বর্তমানে প্রায় ১০:১। নতুন কাঠামোতেও এ অনুপাত ৮:১ থেকে ১০:১ এর মধ্যে বজায় রাখার পরিকল্পনা করছে কমিশন।
ভাতা বৃদ্ধি
কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ে বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে কমিশন। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে।
মতামত গ্রহণ
ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন সর্বসাধারণের মতামত গ্রহণের জন্য একটি প্রশ্নমালা উন্মুক্ত করেছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত নাগরিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশন অনলাইনে প্রশ্নমালা পূরণ করে মতামত জানাতে পারবেন।
বাজেট বরাদ্দ
চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।
অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানান, “নতুন কাঠামো বাস্তবায়নের জন্য কোনো রাজনৈতিক সরকারের অপেক্ষা করতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকারই গেজেট আকারে তা কার্যকর করবে।”