০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু ৯ জনের ও আক্রান্ত ১০৪২

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। মাত্র ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে

রোববার (৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১,০৪২ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন—যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে—

  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২০১ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ১৯৮ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ১২১ জন
  • চট্টগ্রাম বিভাগে: ১০৪ জন
  • বরিশাল বিভাগে: ১৯৫ জন
  • রাজশাহী বিভাগে: ৮২ জন
  • খুলনা বিভাগে: ৭২ জন
  • ময়মনসিংহ বিভাগে: ৪১ জন
  • রংপুর বিভাগে: ২৩ জন
  • সিলেট বিভাগে: ৫ জন

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন, ঢাকা উত্তর ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে মোট ৯ জন মারা গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৭ হাজার ২৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় (১০২ জন)। এছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তরে ২৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৭ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ৩ জন মারা গেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের শেষভাগে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই মশা নিধনে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগ

ডেঙ্গুতে মৃত্যু ৯ জনের ও আক্রান্ত ১০৪২

প্রকাশিত হয়েছে: ০৮:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। মাত্র ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে

রোববার (৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১,০৪২ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন—যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে—

  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২০১ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ১৯৮ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ১২১ জন
  • চট্টগ্রাম বিভাগে: ১০৪ জন
  • বরিশাল বিভাগে: ১৯৫ জন
  • রাজশাহী বিভাগে: ৮২ জন
  • খুলনা বিভাগে: ৭২ জন
  • ময়মনসিংহ বিভাগে: ৪১ জন
  • রংপুর বিভাগে: ২৩ জন
  • সিলেট বিভাগে: ৫ জন

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন, ঢাকা উত্তর ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে মোট ৯ জন মারা গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৭ হাজার ২৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় (১০২ জন)। এছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তরে ২৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৭ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ৩ জন মারা গেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের শেষভাগে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই মশা নিধনে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।