১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে সচিবালয় সংলগ্ন এলাকা ও মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা–এর পার্শ্ববর্তী এলাকায় কোনো সভা, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

নিষিদ্ধ এলাকা ও আইনগত ভিত্তি

ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং–এর মধ্যবর্তী এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ডিএমপির নির্দেশনা

নাগরিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে উল্লিখিত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনা অমান্য করে কেউ সভা বা সমাবেশের আয়োজন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

প্রকাশিত হয়েছে: ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে সচিবালয় সংলগ্ন এলাকা ও মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা–এর পার্শ্ববর্তী এলাকায় কোনো সভা, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

নিষিদ্ধ এলাকা ও আইনগত ভিত্তি

ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং–এর মধ্যবর্তী এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ডিএমপির নির্দেশনা

নাগরিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে উল্লিখিত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনা অমান্য করে কেউ সভা বা সমাবেশের আয়োজন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।