বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই বড় পরিবর্তন আসছে নতুন পর্ষদে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করা হয়েছে আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর। তাঁর জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা।
এমন মনোনয়নের মধ্য দিয়ে বিসিবির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী পরিচালক হতে যাচ্ছেন রুবাবা দৌলা। বর্তমানে তিনি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
রুবাবা দৌলা এর আগে দেশের টেলিকম খাতের শীর্ষ দুটি প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোনে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি। সেই সময়ে গ্রামীণফোন ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর (২০০৩–২০১১)।
২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুবাবা।
করপোরেট দুনিয়ার পাশাপাশি খেলাধুলার সঙ্গে রুবাবার সম্পৃক্ততাও দীর্ঘদিনের। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।
সূত্র জানিয়েছে, বিসিবিতে যোগ দেওয়ার পর রুবাবা দৌলাকে মহিলা উইংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। নারী ক্রিকেটের উন্নয়ন, করপোরেট ব্যবস্থাপনা এবং স্পনসরশিপে তাঁর অভিজ্ঞতা বিসিবির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।